You have reached your daily news limit

Please log in to continue


মেটার নতুন ডিসপ্লে স্মার্ট গ্লাস উন্মুক্ত

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এগিয়ে থাকতে প্রথমবারের মতো বিল্ট-ইন ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট গ্লাস উন্মোচন করল মেটা। বুধবার মেনলো পার্কে কোম্পানির সদর দপ্তরে বার্ষিক মেটা কানেক্ট ২০২৫ সম্মেলনে সিইও মার্ক জুকারবার্গ প্রকাশ্যে দেখালেন নতুন প্রজন্মের মেটা রে-বেন ডিসপ্লে গ্লাস।

নতুন গ্লাসটির সবচেয়ে বড় আকর্ষণ হলো ডান লেন্সে একটি ছোট ডিসপ্লে। যেখানে নোটিফিকেশনসহ প্রাথমিক তথ্য ভেসে উঠবে। সঙ্গে থাকছে একটি বিশেষ রিস্টব্যান্ড কন্ট্রোলার। যা হাতের অঙ্গভঙ্গি অনুবাদ করে ব্যবহারকারীর কমান্ডে রূপান্তর করবে। টেক্সটের জবাব দেওয়া কিংবা কল রিসিভের মতো কাজ করা যাবে সহজেই। দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। বাজারে আসবে ৩০ সেপ্টেম্বর থেকে।

জুকারবার্গ বলেন, “গ্লাস হলো পার্সোনাল সুপারইনটেলিজেন্সের জন্য আদর্শ ডিভাইস। কারণ এগুলো আপনাকে বাস্তব মুহূর্তে উপস্থিত থাকতে দেয়। পাশাপাশি এআই প্রযুক্তির সব সুবিধা দেয়। যা আপনাকে আরও স্মার্ট করে। যোগাযোগে সাহায্য করে, স্মৃতি শক্তিশালী করে, এমনকি ইন্দ্রিয়কেও বাড়িয়ে তোলে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন