
ঢাকার খুব কাছেই ঘুরে আসুন মায়াদ্বীপে
ঢাকার আশপাশে যারা একদিনেই ঘুরে আসতে চান, তাদের জন্য সেরা এক স্থান হতে পারে মায়াদ্বীপ। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, দ্বীপটি কতটা সুন্দর।
এই দ্বীপে গেলে এর মায়া কাটিয়ে সেখান থেকে ফিরতে ইচ্ছে হবে না আপনার। চাইলে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে নিয়ে একদিনের ট্যুরে বা এক বিকেল কাটিয়ে আসতে পারেন প্রকৃতির কোলে।
মায়াদ্বীপের অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামে। আজ থেকে প্রায় শত বছর আগে মেঘনা নদীর বুকে জেগে ওঠে মায়াদ্বীপ।
ঈশা খাঁ একসময় যেখানে বাংলার রাজধানী স্থাপন করেছিলেন, সেখান থেকে নদীপথে মায়াদ্বীপের দুরত্ব মাত্র ৮ কিলোমিটার। স্থানীয়দের কাছে এ দ্বীপ নুনেরটেক নামেই বেশি পরিচিত।
যা যা দেখবেন
মায়াদ্বীপে গেলে মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যও বেশ মনোরম। আর এ কারণেই প্রকৃতির টানে দূরদূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন এই দ্বীপে।
যদিও বর্ষাকালে দ্বীপটি পানিতে তলিয়ে যায়। তবে বর্ষা শেষে পানি শুকাতেই আবারও ভেসে ওঠে মায়াদ্বীপ। মেঘনার বুকে ভেসে থাকা এই দ্বীপ ভ্রমণের সেরা সময় এখনই অর্থাৎ শীতকাল।