বছর বিশেক আগে স্টার প্লাস নামের টেলিভিশন চ্যানেলে একটা হিন্দি সিরিয়াল হতো- ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’, যার অর্থ শাশুড়িও একসময় পুত্রবধু ছিল। ভারতের যৌথ পরিবারে প্রজন্মের পর প্রজন্মে বাড়ির বউদের জীবনযাপন নিয়ে টানা আট বছর চলেছিলো এই ধারাবাহিক নাটকটি। সেই সময়ে ও তার পরেও বিভিন্ন দেশি বিদেশি সিরিয়ালে মূল বিষয়বস্তু ছিলো ‘বউ-শাশুড়ির দ্বন্দ্ব’।
এদিকে আমাদের দেশের বাড়ির বউ-শাশুড়িরা সারাদিনের মনোমালিন্য ভুলে সন্ধ্যাবেলায় এক হয়ে বসে যেত এসব কাল্পনিক চরিত্রের ঝগড়া-বিবাদ দেখতে। আদর্শ বউয়ের চরিত্রে থাকা সেসব পুত্রবধুদের পক্ষ নিয়ে চোখের চল ফেলতো অনেকে। পরিবার ভেদে একেকটি সম্পর্কের চেহারা, দায়িত্ব আলাদা হলেও বউ-শাশুড়ির সম্পর্ক কেন সবসময় তিক্ততার উদাহরণ? আলাদা কী এমন আছে এই সম্পর্কে?