বিক্ষোভ ছড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায়

কালের কণ্ঠ চীন প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১৪:৪৬

চীনের ঝেংঝো শহরে অবস্থিত বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ শুরু করেছে কারখানার শ্রমিকরা। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ফুটেজের বরাত দিয়ে স্থানীয় সময় বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। যদিও ভিডিওগুলোর সত্যতা বিবিসি যাচাই করতে পারেনি।


ভিডিওতে দেখা যাচ্ছে, শত শত কর্মী মিছিল করছে।  তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে দাঙ্গা পুলিশ ও হাজমাট স্যুট পরিহিত কিছু ব্যক্তি। যারা দৃশ্যটি ধারণ করেছে তাদের দাবি, শ্রমিকদের পুলিশ মারধরও করেছে।


এর আগে গত মাসের শুরুর দিকে চীনের ঝেংঝো প্রদেশের আইফোন কারখানায় করোনা ধরা পড়ে। কয়েকজন কর্মী করোনা পজিটিভ হওয়ার পর সেখানে লকডাউন দেয় দেশটির সরকার। কিছু কর্মীকে বাড়ি ফিরে যেতেও প্ররোচিত করা হয়। শ্রমিকরা লকডাউন থেকে বাঁচতে কারখানার কাঁটাতারের বেড়া ডিঙিয়ে পালান। পরে শ্রমিকদের পালানো ঠেকাতে কর্মীদের চার গুণ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও