ব্রুস লির মৃত্যুর কারণ অতিরিক্ত জলপান?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৬:২২
জীবনাবসানের অর্ধশতক পর মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লির মৃত্যুর কারণ ফের আলোচনায় এসেছে; নতুন এক গবেষণা বলছে, অতিরিক্ত পানি পান হয়ত তার মৃত্যু ডেকে এনেছিল।
১৯৭৩ সালের ২০ জুলাই হংকংয়ের কাউলুন টংয়ের এক বাড়িতে মারা যান ব্রুস লি, তার বয়স তখন ৩২ বছর।
এনডিটিভি এক প্রতিবেদনে লিখেছে, ‘এন্টার দ্য ড্রাগন’ সিনেমার অভিনেতা লি ওই বছর মে মাস থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। মৃত্যুর আগে জানিয়েছিলেন, তার মাথা ধরেছে, মাথাব্যথার ওষুধ খেয়ে তিনি ঘুমাতে গিয়েছিলেন। সেই ঘুম আর ভাঙেনি।
চিকিৎসকরা সে সময় ধারণা করেছিলেন, ‘সেরিব্রাল ইডিমা’ বা মস্তিষ্কে এক ধরনের প্রদাহ ব্রুস লির মৃত্যুর কারণ। ব্যথানাশক ওষুধই ওই প্রদাহের কারণ বলে সে সময় তারা মনে করেছিলেন।
স্পেনের একদল গবেষ