অফসাইডের নির্ভুল সিদ্ধান্ত দেবে নতুন ভিএআর প্রযুক্তি

বণিক বার্তা প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১৬:১৯

আগামীকাল কাতারে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। এই আসরে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) তো থাকছেই, সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি, যা অফসাইডের দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত দেবে বলে আশা করা হচ্ছে। গত তিন বছর ধরে এ প্রযুক্তি নিয়ে কাজ করা হয়েছে বলে জানিয়েছেন ফিফার রেফারি প্রধান পিয়েরলুইগি কোলিনা। খবর স্ট্রেইট টাইমস।


ভিএআরের নতুন প্রযুক্তি নিয়ে এই ইতালিয়ান বলেন, ‘স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি’ আগের সিস্টেমের চেয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে। থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে এ প্রযুক্তির ফল দর্শকরা স্টেডিয়াম ও টিভিতে দেখতে পারবে।


কোলিনা আরো বলেন, অফসাইটের ব্যাপারে এই প্রযুক্তি আমাদের আরো দ্রুত ও সঠিক সিদ্ধান্তের সম্ভাবনা দেখিয়েছে। এখানে একটু পরিষ্কার করে বলা দরকার, দ্রুত হওয়া মানে এই নয় যে অফসাইডের তাত্ক্ষণিক মূল্যায়ন আমরা দেব। কিন্তু আগের চেয়ে উত্তর দিতে এখন কম সময় লাগবে। আমরা তো আর এক সেকেন্ডে সিদ্ধান্ত জানাতে বা লাইভে দেখাতে পারি না। আরেকটি বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ভিএআর নয়, রেফারিই জানাবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও