কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অর্থনৈতিক সংকট ও রমরমা গুজব-শিল্প

দৈনিক আমাদের সময় অজয় দাশগুপ্ত প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১০:০৯

বিশ্ব এক নজিরবিহীন সংকটে পড়েছে- বাজারে নিত্যপ্রয়োজনীয় বহু ধরনের পণ্যের চড়া দাম, জ্বালানি তেলের সংকট, বেকারত্ব এবং সর্বোপরি যুদ্ধ। দেশে দেশে রাজনৈতিক সংকটও বাড়ছে। কী কারণে, কাদের দোষে পণ্যমূল্য বাড়ছে সেটা নিয়ে মাথা ঘামাবে কেন সাধারণ মানুষ? এর দায় তারা বরং চাপাবে ক্ষমতায় থাকা মহলের ওপর।


বিবিসি জানাচ্ছে, ব্রিটেনে অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার ছিল ১১.১ শতাংশ, ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ। এ দেশটিতে কয়েক মাসে তিনজন প্রধানমন্ত্রীর দেখা মিলল, যদিও ক্ষমতায় একই দল- কনজারভেটিভ পার্টি। আমেরিকায় মূল্যস্ফীতির হার চড়া। নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত সিনেট-প্রতিনিধি পরিষদ নির্বাচনে ‘বাজারে আগুন’ গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। বাংলাদেশেও জিনিসপত্রের দাম চড়া। করোনার ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন বিপদ হাজির- ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। আমাদের আমদানি পণ্যের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে- জ্বালানি তেল, সার, গম, শিল্পের কাঁচামাল। যুদ্ধের কারণে অনেক পণ্যের দাম বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যবসায়ীদের কারসাজি। চাল, আটা, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, লবণ, ডিম- কখন কোন পণ্যের প্রতি মুনাফাবাজদের নজর পড়বে কেউ বলতে পারে না। এক-দুই ডজন ব্যক্তি অসততা করলে সরকার কঠোর হয়ে বাজার নিয়ন্ত্রণে আনতে পারে। কিন্তু সংখ্যা যদি হাজার হাজার নয়, লাখ লাখ হয়? শহর থেকে গ্রাম, সর্বত্র যদি লাখ লাখ পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা দোকানদার সবাই ক্রেতাদের পকেট কাটতে ব্যস্ত হয়ে পড়ে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও