নিষিদ্ধ সময়ে ধরা ইলিশ বাজারে, মণ ৪০ হাজার
চাঁদপুরে কমেছে ইলিশের আমদানি। বাজারে ক্রেতা থাকলেও মাছের সরবরাহ কমায় দামও চড়া। এ সুযোগে বাজারে আসছে হিমায়িত ইলিশ। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২১ দিন আগে। ওই সময়ে চুরি করে ধরা ইলিশ চরাঞ্চলে হিমায়িত করে রেখে এখন তা বাজারে পাঠানো হচ্ছে। চাঁদপুর বড় স্টেশন ঘুরে এমন অবস্থা দেখা যায়। হিমায়িত এসব বড় ইলিশ প্রতিমণ পাইকারি দরে বিক্রি হচ্ছে ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকায়।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে ঘুরে দেখা যায়, ছোট ছোট নৌকাযোগে আনা ইলিশ ওঠানো হচ্ছে আড়তে। তবে ইলিশগুলো তাজা নয়। চাঁদপুর সদর, হাইমচর উপজেলাসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু দিন আগে শিকার করে মাছগুলো ফ্রিজিং করে রাখা হয়। মাছছগুলো আড়তে আনার পর ডাকে বিক্রি হচ্ছে। প্রতি ইলিশ এক থেকে দেড় কেজি ওজনের। প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকায়।