You have reached your daily news limit

Please log in to continue


টিকটক অ্যাপে পণ্যও কেনা যাবে

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। নিজেদের এ জনপ্রিয়তা কাজে লাগিয়ে অ্যাপের মধ্যেই পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি। শপিং নামের এ সুবিধা চালু হলে ভিডিও দেখার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পছন্দের পণ্য কেনা যাবে। শিগগিরই এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করবে টিকটক।

জানা গেছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক টিকটক ব্যবহারকারী পণ্য কেনার সুযোগ পাবেন। এ জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের শপিং প্রোগ্রামে যোগ দিতে আমন্ত্রণ জানানোর পাশাপাশি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে টিকটক।

টিকটকের তথ্যমতে, কয়েক বছর ধরেই অনলাইনে পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের। নতুন এ শপিং সুবিধায় অ্যাপের ভেতরেই পণ্য কেনার সুযোগ পাওয়া যাবে। ফলে টিকটক ব্যবহারকারী অনলাইনে পণ্য কেনাকাটায় নতুন অভিজ্ঞতা পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন