কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাক্ষী ‘বৈরী’, বাদী লাপাত্তা; ঝুলে আছে বীনা হত্যার বিচার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১২:২১

ঢাকার ওয়ার্ড কমিশনার বিনয় কৃষ্ণ সরকার বীনা হত্যার পর ২০ বছর পার হলেও বিচার আছে থমকে।


এর কারণ খুঁজতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা গেছে, সাক্ষ্য দিতে গিয়ে সাক্ষীদের বক্তব্য পরিবর্তন অভিযোগ প্রমাণ কঠিন করে তুলছে। কয়েকজন সাক্ষীরা উল্টো সাক্ষ্য দেওয়ায় তাদের ‘বৈরী’ ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ।  


মামলার বাদী বিনয়ের স্ত্রী সারিকা সরকারকেও খুঁজে না পাওয়ার কথা বলছে পুলিশ।


এ মামলায় গত ২৩ অক্টোবর ঢাকার আদালতে  সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল, কিন্তু সেদিন কোনো সাক্ষী হাজির হননি।


মামলার বর্তমান বিচারক চতুর্থ মহানগর দায়রা জজ আাদালতের বিচারক মো. মোরশেদ আলম আগামী ২৩ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের সাবেক কর্মকর্তা মুন্সী আতিকুর রহমানের সাক্ষ্য নেওয়ার জন্য সিআইডি প্রশাসনকে চিঠি দিয়েছেন।


অবিভক্ত ঢাকার ৭২ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন বিএনপি নেতা বীনা সরকার। ২০০২ সালের ২২ মে সন্ধ্যায় পুরান ঢাকার ঝুলন বাড়ি লেনে তাকে গুলি চালিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় বীনার স্ত্রী সারিকা সরকার কোতোয়ালি থানায় ২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও