হোয়াটসঅ্যাপে লিংকের প্রিভিউ দেখার সুযোগ

প্রথম আলো প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ১৫:০০

ব্যবহারকারীদের স্বচ্ছন্দে তথ্য লেনদেনের সুযোগ দিতে রিচ লিংকস প্রিভিউ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালুর ফলে লিংকযুক্ত কোনো বার্তা পাঠালেই লিংকে থাকা তথ্যের প্রিভিউ দেখা যাবে। ফলে ওয়েবসাইটে প্রবেশ না করেও লিংকে থাকা তথ্য সম্পর্কে ধারণা মিলবে। আইওএস ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করতে নিজেদের আইওএস অ্যাপ হালনাগাদও করেছে হোয়াটসঅ্যাপ। ফলে আইওএস অপারেটিং সিস্টেমে চলা যেকোনো যন্ত্রে রিচ লিংকস প্রিভিউ সুবিধা ব্যবহার করা যাবে। এত দিন সেবাটির কার্যকারিতা পরখের জন্য বেটা (পরীক্ষামূলক) সংস্করণ চালু করেছিল হোয়াটসঅ্যাপ। সংস্করণটি কাজে লাগিয়ে নির্দিষ্টসংখ্যক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীও রিচ লিংকস প্রিভিউ সুবিধা ব্যবহার করছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


ইনস্টাগ্রামে পোস্টের সময় নির্ধারণের সুযোগ
ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট আপলোড করেন অনেকেই। কেউ আবার বিশেষ দিন বা উৎসব উপলক্ষে বিভিন্ন পোস্ট দেন। বিষয়টি মাথায় রেখে এবার পোস্টের সময় নির্ধারণের জন্য টুল চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ টুল কাজে লাগিয়ে একসঙ্গে একাধিক পোস্ট এবং রিলস ভিন্ন ভিন্ন সময়ে স্বয়ংক্রিয়ভাবে আপলোড করা যাবে। ইনস্টাগ্রামের তথ্যমতে, টুলটির সাহায্যে সর্বোচ্চ ৭৫ দিন পর্যন্ত অগ্রিম পোস্ট বা রিলস আপলোড করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতারা সহজেই নিয়মিত পোস্ট বা রিলস আপলোড করতে পারবেন। প্রাথমিকভাবে ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট এবং কনটেন্ট নির্মাতারা এ সুযোগ পাবেন। সূত্র: ম্যাশেবল

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও