কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সগিরা মোর্শেদ হত্যা মামলায় মেয়ে সামিয়ার সাক্ষ্য চলবে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১৪:৪১

তিন দশক আগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলায় তার মেয়ে সামিয়া সারওয়াত চৌধুরীর সাক্ষ্য নিতে পারবেন বিচারিক আদালত। তার সাক্ষ্য নেওয়ার বিরুদ্ধে আসামিপক্ষের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।


রাষ্ট্রপক্ষের ১০ নম্বর সাক্ষী হলেন সগিরা মোর্শেদের মেয়ে সামিয়া সারওয়াত চৌধুরী। গত জুন মাসে তার আংশিক জবানবন্দি রেকর্ড করেন বিচারিক আদালত। এর পরই সামিয়ার সাক্ষ্য গ্রহণ না করতে আবেদন করেন মামলার আসামি ডা. হাসান আলী ও চাচি সায়েদাতুল মাহমুদ শাহীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও