রাজশাহী নাকি ঢাকার পথে রংপুর সিটি করপোরেশন?

প্রথম আলো রংপুর মেট্রোপলিটন তুহিন ওয়াদুদ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ২১:৪৯

গত ১৮ ও ১৯ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ছোটকাগজ চিহ্ন–এর আয়োজনে ছোটকাগজ মেলা। বাংলাদেশ থেকে ১০২টি এবং ভারত থেকে ৬৮টি ছোগকাগজের স্টল ছিল মেলায়। ছাত্রজীবনে আমরা ‘চিহ্ন’ পত্রিকা প্রকাশের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলাম।


মেলা উপলক্ষে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মেলা শেষে চিহ্নর পুরোনো কর্মী কবি কুমার দীপ, গবেষক নিত্য ঘোষসহ রাতের রাজশাহী দেখতে গিয়েছিলাম। রাত তখন সাড়ে ১১টা। প্রথমে বিশ্ববিদ্যালয় থেকে রিকশাযোগে আমরা আলুপট্টি হয়ে সাহেববাজারে গেলাম। প্রথমেই নজর কাড়ল আলোর সৌন্দর্য। পদ্মার পাড় ঘেঁষে সড়কের দুই ধারে আলোর এমন রূপ বাংলাদেশে আর কোথাও নেই।


ঘড়ির কাঁটায় যখন ঠিক ১২টা, তখন একদিকের আলো নিভে গেল। এতেও সৌন্দর্যে কোনো ঘাটতি নেই। দেখলাম সড়কের পাশে সারি সারি চন্দ্রপ্রভা ফুল হলুদ আভা ছড়াচ্ছে। হলুদ, খয়েরি রাধাচূড়া, রঙ্গন, করবী, কাঠগোলাপসহ বিচিত্র ছোট ছোট সৌন্দর্যবর্ধক গাছের সমাহার। লাল পাতার অনেক গাছের সারির ফাঁকে ফাঁকে রূপ বিলাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও