শতাধিক দোকান উচ্ছেদ, রাজউকের ৩ একর জায়গা উদ্ধার
রাজধানীর উত্তরা-১৮ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘অ্যাপার্টমেন্ট প্রজেক্ট’ এলাকার পশ্চিম পাশে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করা হয়েছে। সেখানে শতাধিক দোকান ছিল। রাজউকের বাস্তবায়ন-৬–এর নির্বাহী প্রকৌশলী হাফিজুল ইসলাম বলেন, আজ সোমবার সকালে এ অভিযান চালিয়ে বেদখলে থাকা প্রায় তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে।
বাণিজ্যিক প্লটের জায়গায় দখলদার নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘রাজউকের জমিতে অবৈধ বাজার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। রাজউকের জমি দখল করে বাজার গড়ে তুলেছিলেন শ্রমিক লীগের নেতারা। ওই বাজার থেকে প্রতি মাসে চার লাখ টাকার বেশি চাঁদা তোলা হতো। এই টাকার ভাগ পেতেন ক্ষমতাসীন দলের নেতা থেকে শুরু করে রাজউকের অসাধু কর্মীরাও।
আজ সকাল সাড়ে ৯টার দিকে সে অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা দেড়টার দিকে উচ্ছেদ অভিযান শেষ হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরা বিভাগের বাস্তবায়ন-৬ থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল হক।