কার বিপ্লব, কে উদযাপন করে!

ঢাকা পোষ্ট প্রভাষ আমিন প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৬:০০

৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত, বিতর্কিত, গুরুত্বপূর্ণ এবং জট লাগানো দিন। দিনটি একেকজন একেকভাবে পালন করে। আমি বিভ্রান্ত হয়ে যাই কার বিপ্লব, কে পালন করে; কার হাসি, কে হাসে?


এখন বিএনপি সবচেয়ে ঘটা করে দিনটি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। কিন্তু ১৯৭৫ সালের ৭ নভেম্বর তো বিএনপির জন্মই হয়নি। বিএনপির জন্ম ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তখন ক্যান্টনমেন্টে গৃহবন্দি। এমনকি জিয়াউর রহমান তখন কাগজে কলমে কেউই ছিলেন না।


৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর ২৪ আগস্ট মোশতাক জিয়াকে সেনাপ্রধান বানালেও ৩ নভেম্বর ক্যু করে সেনাপ্রধান হন জেনারেল খালেদ মোশাররফ। নিজ বাসায় বন্দি হন জিয়া। এমনকি জান বাঁচাতে জিয়া তখন পদত্যাগ করে পূর্ণ পেনশন দেওয়ার আবেদন পর্যন্ত করেছিলেন।


খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। বাসার ল্যান্ডফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও তার বেডরুমের ফোন লাইনটি সচল ছিল। সেই ফোনেই তিনি কর্নেল তাহেরকে বলেছিলেন, ‘সেভ মাই লাইফ’। ডাক পেয়ে তাহের তার ‘সৈনিক সংস্থা’ নিয়ে মাঠে নেমে পড়েন।


আসলে তাহের অনেকদিন ধরেই ঘোট পাকাচ্ছিলেন, অপেক্ষায় ছিলেন সময়ের। তাহের যে জিয়াকে ভালোবেসে তার জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা নয়। বিপ্লবের গোপন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ ভেবেই মাঠে নেমেছিলেন তিনি। জাসদের মধ্যেই তখন অনেক বিভ্রান্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও