নিউ ইয়র্কে ‘বেস্ট অব দ্য ফেস্ট’ যুবরাজের ‘আদিম’

চ্যানেল আই প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ১৪:১৮

১২তম কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘আদিম’। শনিবার (৫ নভেম্বর) উৎসব কর্তৃপক্ষ একটি ইউটিউব লাইভের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। সবার শেষে ঘোষণা করা হয় ‘বেস্ট অব দ্য ফেস্ট’ বিভাগের বিজয়ী ‘আদিম’র নাম।


পুরস্কারের পাশাপাশি বাড়তি পাওয়া উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর প্রেস্টন ক্যাটোর মুখে যুবরাজ শামীমের ছবির প্রশংসা। প্রেস্টন ক্যাটোর বলেন, ‘আমার জীবনে এরকম কিছু আর আগে কখনো দেখিনি। এই উৎসবে অনেকগুলো সিনেমা দেখেছি। তবে তার মাঝে এটি এত বাস্তবিক! বদলে যাওয়া এক দেশের জীবনের গল্প। মানুষগুলো এত জীবন্ত! আত্মার সাথে গেঁথে যায় প্রতিটি মুহূর্ত। জীবন ও মৃত্যু মিশে আছে সেখানে। এতটাই বাস্তবিক এই ছবি যে দেখার সময় আমার মনে হয়েছে বাস্তবতা দেখছি।’


ভিসা না পাওয়ায় দেশে বসেই নিজের সিনেমার কুইন্স জয়ের খবর শুনতে হয়েছে নির্মাতা যুবরাজ শামীমকে। প্রেস্টন ক্যাটোর মুখে নিজের ছবির প্রশংসা শুনে উচ্ছ্বসিত তিনি। যুবরাজ শামীম বলেন, ‘আদিম নিয়ে ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর প্রেস্টন ক্যাটোর মূল্যায়ন আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ছবি রিলিজের আগে এমন অর্জন, দেশের মানুষের সামনে আদিম নিয়ে হাজির হতে আমাকে আরো বেশি উদ্দীপ্ত করেছে। আমি জানি আদিম’র এই অর্জন, আমার মতো আরো বহু স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে উদ্দীপ্ত করবে!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও