বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের ‘গোল্ডেন ডাক’

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ১১:৩১

অ্যাডিলেইডে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ইনিংসের তৃতীয় ওভারে শাহীন শাহ আফ্রিদির বাউন্সারে ছক্কা মারেন লিটন। তবে সেই ওভারেই অবশ্য ফিরতে হয় ১০ রান করা এই ডানহাতি ওপেনারকে।


লিটনের বিদায়ের পর ৫২ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও শান্ত। ২০ রানে করে সৌম্যের আউটের সাকিব ফেরেন প্রথম বলেই। তবে শাদাব খানের বলে সাকিবের এলবিডব্লিউয়ের আউটটি বিতর্কিত।  সাকিব রিভিউ নেওয়ার পর দেখা যায় ব্যাটে-বলের সংযোগ হয়েছিল।  এরপরও আউট দেওয়ায় আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন সাকিব।


প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৫ ওভারে ৪ উইকেটে ৯৯ রান। আফিফ হোসেন ৯ বলে ৭ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৭ বলে ৪ রানে ব্যাট করছেন। ৫৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন শান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও