You have reached your daily news limit

Please log in to continue


এইচএসসি: ডেঙ্গু আক্রান্তদের পরীক্ষা আলাদা ব্যবস্থায়, লোডশেডিং বন্ধে চিঠি

ডেঙ্গুর প্রাদুর্ভাবে উদ্বেগজনক পরিস্থিতিতে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

আর পরীক্ষা চলাকালে লোডশেডিং যেন না হয়, সেজন্য বিদ্যুৎ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কোভিড মহামারী ও বন্যার কারণে কয়েক দফা পিছিয়ে সাত মাস পর রোববার শুরু হচ্ছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এমন সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ ক্রমশ বাড়ছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১ হাজার ৪৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের ১৬২ জন মারা গেছেন।

এর মধ্যে গত অক্টোবরে রেকর্ড ২১ হাজার ৯৩২ জন রোগী ভর্তি ও ৮৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নভেম্বরের প্রথম চারদিনে ৩ হাজার ৪৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন ২১ জন।

এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্র সচিবদের ডেঙ্গু ও কোভিডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

“কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশে মশার ওষুধ ছিটাতে বলা হয়েছে। আর ডেঙ্গু রোগী যদি থাকে, তাকে আলাদা করে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি,” বলেন ঢাকা বোর্ডের এই চেয়ারম্যান তপন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন