বাটাটা পুরি বানাবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২২, ১৪:৪৫

উপকরণ: আলু সেদ্ধ মাঝারি ৪টি, পেঁয়াজকুচি ৪টি, কাঁচামরিচকুচি ১ চা-চামচ, ধনেপাতাকুচি ১ চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, জিরাগুঁড়া সিকি চা-চামচ, কালিজিরা পরিমাণমতো, সাদা আটা আধা কাপ, লাল আটা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ অংশ, তেঁতুল ৪ টেবিল চামচ, ভাজার জন্য তেল ১ লিটারের ৩ ভাগের ১ ভাগ অংশ।


প্রণালি: পুরির জন্য সাদা আটা আর লাল আটা মিশিয়ে হোল হুইট বানিয়ে নিন। পরিমাণমতো পানি ও কালিজিরা দিয়ে মণ্ড বানাতে হবে। এবার ছোট ছোট পুরি বানিয়ে নিন। ডুবো তেলে ভেজে নিন। পুরির ভেতরের পুরের জন্য সেদ্ধ আলুগুলো কাটা চামচ দিয়ে হালকা ভেঙে নিন। পুরো ভর্তা করার দরকার নেই। এরপর পেঁয়াজকুচি, মরিচকুচি, বিট লবণ, জিরাগুঁড়া দিয়ে মাখিয়ে নিন। পুরির ভেতর পুর দেওয়ার পর ওপর দিয়ে ধনেপাতা আর চানাচুর ঝুরি পরিবেশন করুন। সঙ্গে তেঁতুলের টকও রাখতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও