‘দীপুদা’ নয়, বড়দিনের ছুটিতে কম খরচে ঘুরতে হলে, ভারতের এই ৫ গন্তব্য আপনার অপেক্ষায়

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ১৯:০০

হাতে সময় সত্যিই কম। মাস গড়ালেই বড়দিনের লম্বা ছুটি। তাই কোথায়, কত দিনের জন্য যাবেন, তার পরিকল্পনা সেড়ে ফেলতে আর দেরি করা চলবে না! নিশ্চয়ই ভাবছেন, যাওয়ার জায়গা তো অনেক আছে, কিন্তু যা খরচ তাতে পুজো খরচ সামলে বেড়ানোর বাজেট কুলোবে তো? সে কথা ভেবেই এখানে আপনাদের জন্য এমন কয়েকটি গন্তব্যের হদিস রইল, যেখানে আপনি হাজার দশেক টাকার মধ্যে ঘুরে আসতে পারেন। তবে এর মধ্যে যাতায়াতের খরচ ধরা হয়নি। সময় ও সামর্থ্য অনুসারে ভ্রমণার্থীরা ঠিক করবেন তাঁরা ট্রেনে, বাসে না বিমানে গন্তব্যে পৌঁছবেন।


নামচি


৪৪০০ ফুট উচ্চতায় দক্ষিণ সিকিমের নামচি এলাকা সত্যিই আপনাকে মুগ্ধ করবে। কাঞ্চনজঙ্ঘা-সহ অন্যান্য তুষারশৃঙ্গের দৃশ্য দেখতে ঘুরে আসুন নামচি। গাড়িভাড়া করে যে জায়গাগুলি দেখতে যেতে পারেন, তার মধ্যে সামদ্রুপচে, রক গার্ডেন। এ ছাড়াও যেতে পারেন চারধাম যেখানে কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, গঙ্গোত্রী ইত্যাদি মন্দিরের সুদৃশ্য রেপ্লিকা তৈরি হয়েছে অনেকটা জায়গা জুড়ে এ ছাড়াও আছে ১০৮ ফুট উচুঁ বিশাল এক শিবমূর্তি, সাঁই বাবার মন্দির। ১০০০ টাকা থেকে শুরু করে নানা মানের থাকা খাওয়ার সুযোগ আছে এখানে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও