You have reached your daily news limit

Please log in to continue


শখের সর্বনাশ

বাঙালি বড়ই শৌখিন জাতি। শখ করে ছোটবেলায় খেলাধুলা করে, শখ করে পড়ালেখা করে। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা জীবিকার অন্বেষণ করে, সেটাও অনেকটা শখের বশবর্তী হয়েই। একটা বড় ডিগ্রি দরকার, ডিগ্রিটা জুটেও যায়। কিন্তু জীবিকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নাট্যকলা, চারুকলা অথবা পদার্থবিজ্ঞানে মাস্টার্স করে একটা ব্যাংকের চাকরি জোটে। বিজ্ঞান বা নাট্যকলার কোনো জ্ঞান কোথাও কাজে লাগে না। তারপর শখের সংসার, শখের বিয়ে। কিন্তু সংসারের জন্য তো অর্থ চাই, একটা চাকরি জোটাতে পারলে সেটা মিটে যায়। সরকারি চাকরি পেলে তো কথাই নেই, শখটা পুরোমাত্রাই মিটে যায়।

খেলতে খেলতে চাকরি, বৃষ্টি হলে, শীত পড়লে অথবা কোথাও কোনো গোলমাল হলে অফিসে যাওয়ার বালাই নেই। আর চাকরিতে যদি দুই পয়সা উপরি কামাইয়ের ব্যবস্থা থাকে তাহলে তো কথাই নেই। বাড়ি, গাড়ির পর শখের ভ্রমণ, আর চাই কী? বিদেশে একটা বাড়িও হয়ে গেল! যাদের শখের মধ্যে একটু ধান্দা ঢুকে গেছে, তাদের জন্য অনেক পথ খোলা থাকে। তারা রাজনীতিকে ব্যবসা বানিয়ে, চাকরিকে ব্যবসা বানিয়ে এবং রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়ার একের পর এক উদাহরণ সৃষ্টি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন