শ্রীলঙ্কার লক্ষ্য ১৪৫
কালের কণ্ঠ
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ১২:১৫
অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ব্রিসবেনের গ্যাবায় টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
ব্যাট হাতে আফগানদের পক্ষে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেছেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। অপর ওপেনার উসমান গনি করেছেন ২৭ রান। এছাড়া ইব্রাহিম জাদরান ২২, নজিবুল্লাহ জাদরান ১৮ ও মোহাম্মদন নবি ১৩ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন। দুই উইকেট পেয়েছেন লাহিরু কুমারা।