মিরাজ-সাকিবের জুটিতে ৪০০ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৩

নিজেদের দিন বলে কথা। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে নবম উইকেটেও দারুণ এক জুটি হয়ে গেল বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবের জুটিতে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে এগিয়ে চলছে স্বাগতিকরা। এরইমধ্যে দলীয় সংগ্রহ ৪০০ পেরিয়ে গেছে। ততক্ষণে প্রথম সেশনের খেলা শেষ হয়েছে।


১১৪ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ৪০৪ রান করে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। মিরাজ ৭৬ আর তানজিম সাকিব অপরাজিত ২৯ রানে। টাইগারদের লিড এখন ১৭৭ রানের।


আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাত্র ২.৪ ওভার খেলা হতেই বৃষ্টি নামে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা।


ভক্তদের জন্য সুসংবাদ- গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫-১৬ মিনিটের বৃষ্টির পর ফের খেলা শুরু হয়েছে। বৃষ্টি থামার পর যথারীতি ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের দুই অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও