সেঞ্চুরিতে টেস্টের বিরল রেকর্ডে নাম লেখালেন মিরাজ

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৪৪

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।


ওয়েসলি মাধেভেরের লেন্থ বলটা লেগ সাইডে শরীর ঘুরিয়ে হালকা টোকা মারেন মিরাজ। শর্ট ফাইন লেগে বল ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়েছেন। এটা শুধুমাত্রই সিঙ্গেল নয়। মিরাজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দারুণ এক মুহূর্ত। হেলমেট খুলে ব্যাট তুলে ড্রেসিংরুমে যেন বার্তা দিতে চাইলেন, মিশন শেষ। মুখে প্রশান্তির হাসি, চাপ-সত্ত্বেও আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে যে সেঞ্চুরি করতে মিরাজকে অপেক্ষা করতে হয়েছে ৪ বছর ২ মাস ২৬ দিন।


গ্যালারিতে দাঁড়িয়ে দর্শকেরা করতালিতে যেন বুঝিয়ে দিলেন এটা কেবল এক ইনিংস নয়। বরং বাংলাদেশের এক অলরাউন্ডারের আইকনে পরিণত হওয়ার অধ্যায়।


সেঞ্চুরি করার পথে ২০০০ রানের মাইলফলক ও ২০০-এর বেশি উইকেট—টেস্টে এই ডাবলের ক্লাবে নাম লেখালেন মিরাজ। ৫৩ টেস্টে এই কীর্তি গড়ে চতুর্থ দ্রুততম অলরাউন্ডার হিসেবে এমন বিরল রেকর্ড গড়লেন তিনি। মিরাজের সঙ্গে যৌথভাবে এই তালিকায় চারে রবীন্দ্র জাদেজা। ৪২ ম্যাচে ২০০০ রান ও ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে টেস্টে এই রেকর্ড দ্রুততম করার কীর্তি ইয়ান বোথামের। দুইয়ে থাকা ইমরান খান ও কপিল দেব—দুজনেরই এই কীর্তি গড়তে লেগেছে ৫০ টেস্ট। আর টেস্টের এই বিরল রেকর্ড করতে অশ্বিনকে খেলতে হয়েছে ৫১ টেস্ট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও