তিব্বতে কঠোর করোনাবিধি, বিক্ষোভে উত্তাল লাসা

কালের কণ্ঠ তিব্বত প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ১০:৫৬

চীনের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা তিব্বতে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ মানতে বাধ্য করার হচ্ছে। এ পরিস্থিতিতে বহু মানুষ মানুষ করোনা বিধি-নিষেধের বিরুদ্ধে প্রতিবাদে তিব্বতের রাজধানী লাসা'র রাস্তায় নেমে এসেছে।   পর্যবেক্ষকরা বলছেন, রাজনৈতিকভাবে চাপে থাকা অঞ্চলটির জন্য এ ঘটনা বিরল। রাজধানী লাসায় প্রতিবাদ জানাতে দেখা যায় শত শত মানুষকে।


বিক্ষোভের বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শত শত মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষ করতে দেখা যাচ্ছে সেসব ভিডিওতে। বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের বেশির ভাগই জাতিগতভাবে হান চীনা অভিবাসী শ্রমিক। করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মুখে প্রায় তিন মাস ধরে লকডাউনে রয়েছে তিব্বতের অধিবাসীরা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার বিকেলে প্রতিবাদ শুরু হয় এবং তা রাত পর্যন্ত গড়ায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও