সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
আমাদের সংস্কৃতিতে এসব অপকর্মের বিরুদ্ধে অনেক বাণী আছে। ধর্মেও অনেক নিষেধাজ্ঞা আছে। কিন্তু ধর্ম যখন রাজনীতিতে আশ্রয় নেয়, তখন লাখ টাকার বিনিময়ে ওয়াজ মাহফিলের হুজুর এসব কথা বলেন না, তাঁর আলোচনার বিষয়বস্তু শুধু পরকাল।
কয়েক দিনের ঘোর দুর্যোগের পর মেঘমুক্ত আকাশ দেখা গেল। প্রকৃতির নিয়মই তাই। কোনো অনিয়ম হলে, প্রাকৃতিক কোনো বিপর্যয় ঘটলে, সে বিনাশের পথ খুঁজে নেয়।
তারপর প্রবল ক্রোধে সব ভাঙচুর করে, ধ্বংসলীলা চালিয়ে আবার শান্ত হয়। সে এক প্রশান্তির শান্তি। মেঘমুক্ত আকাশ, তার সঙ্গে মৃদু ঠান্ডা হাওয়া। বৃষ্টিতে ভিজে শুকিয়ে যাওয়া সবুজ পাতাগুলো চিকচিক করছে। আর অন্যদিকে এই ধ্বংসলীলার ফলে স্বজন হারানো মানুষের আহাজারি। বাড়িঘর, জমির ফসল, খাদ্যের জোগান—সবকিছু হারিয়ে মানুষের নতুন করে বাঁচার এক সংগ্রাম।
- ট্যাগ:
- মতামত
- নিষেধাজ্ঞা
- সংস্কৃতি
- অপকর্ম