৯ হাজার আলোকবর্ষ দূরের সুপারনোভা, ছবি তুলল নাসা
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ০৯:২০
চন্দ্র এক্স-রে অবজারভেটরি টেলিস্কোপের তোলা তাক লাগানো সুপারনোভার ছবি প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি পোস্ট করে সবাইকে তা দেখারও সুযোগ করে দিয়েছে সংস্থাটি।
সুপারনোভাটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৯ হাজার আলোকবর্ষ দূরে। মূলত তিন ব্যান্ডের রঞ্জনরশ্মি (এক্স-রে) বিচ্ছুরিত হচ্ছে এটি থেকে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ছবি প্রকাশ
- টেলিস্কোপ
- নাসা