মশা যাদের বেশি কামড়ায়, বলছে গবেষণা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১৩:২৫

সম্প্রতি নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের স্নায়ু জীববিদ্যার গবেষক লেসলি ভসহলের নেতৃত্বে এক গবেষণায় মশার কামড় নিয়ে চমকপ্রদ তথ্য বের হয়ে এসেছে। এতে বলা হয়েছে, কিছু কিছু মানুষের চামড়ায় এমন কিছু উপাদান থাকে যা মশাকে আকৃষ্ট করে। 


এমনকি তদের ত্বকে সারা জীবনই এসব উপাদানের উপস্থিতি থাকে। ফলে আজীবনই তাদের মশার কামড় খেয়ে যেতে হবে।


গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক পত্রিকা ‘সেল’ এই গবেষণাপত্রটি প্রকাশ করে। ৬৪ জন স্বেচ্ছাসেবকের উপর করা হয়েছে পরীক্ষাটি। 
এ বিষয়ে গবেষকরা বলছেন, বিভিন্নভাবে স্বেচ্ছাসেবকদের সাজিয়ে এডিস ইজিপ্টাই মশার সামনে নিয়ে গিয়েছেন তারা। 


দেখা গেছে, বিশেষ কয়েক জন ব্যক্তির দিকে প্রায় একশো গুণ বেশি আকৃষ্ট হয়েছে মশা। বেশ কয়েক বছর ধরে পরীক্ষা করার পরেও একই  ফলাফল পাওয়া গেছে। এই ব্যক্তিদের গবেষকেরা নাম দিয়েছেন ‘মশক চুম্বক’ বলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও