দ্বৈত রণকৌশল নিয়েই এগোবে ভারত
অশান্ত এক বিশ্বচরাচর। ভূ-রাজনৈতিক অবস্থাটাই সামগ্রিকভাবে এক টালমাটাল চেহারা নিয়েছে। এ রকম একটা পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিভিন্ন দেশকে বলা হচ্ছে যাতে রাশিয়ার কাছ থেকে কোনো রকমভাবেই অস্ত্র না কেনা হয়।
ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছ থেকে অস্ত্র আমদানি করে থাকে। প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের এই বোঝাপড়া শুরু হয়েছে সেই ১৯৫০ সালে। ‘কার্গো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট’ নেওয়া দিয়ে এই যাত্রাপথ শুরু হয়েছিল। সেটির নাম ছিল ‘ILYUSHIN’ । তারপর আমরা মিগ-২১ নিয়েছি। এ ছাড়া ভারত নানা ধরনের অস্ত্র রাশিয়ার কাছ থেকে নিয়ে থাকে, যার মধ্যে সুখোই যুদ্ধবিমান আছে।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান