ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে

ডেইলি স্টার চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১২:৩১

রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।


তিনি জানান, সকাল সোয়া ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকার মিটারিং সেকশনের পাশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮টি গাড়ি সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে যায়। দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিস পরিস্থিতি র্পবেক্ষণ করছে।


ইস্টার্ন রিফাইনারির তেলের লাইনে আগুন


চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।


আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে আগুন লেগেছে। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘবটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও