যেখানে কোহলির ধারেকাছে কেউ নেই
প্রথম আলো
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৮:৫২
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির ব্যাটিং সামর্থ্য সবার জানা। শারীরিকভাবে ফিট ক্রিকেটারদের মধ্যেও কোহলি সেরাদের কাতারে। কিন্তু কোহলি আসলে কত বেশি ফিট, সেটি কি জানেন?
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক প্রতিবেদন বলছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারের মধ্যে ফিটনেসে সবার চেয়ে কয়েক ধাপ এগিয়ে কোহলি।
২০২১-২২ মৌসুমে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) কী কী কাজ করেছে, তার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন বিসিসিআইর সিইও হেমাং আমিন। প্রতিবেদনে দেখা যাচ্ছে, এক বছরে এনসিএর চিকিৎসক দল ৭০ ক্রিকেটারের ৯৬টি গুরুতর চোট নিয়ে কাজ করেছে। তাঁদের মধ্যে ভারত জাতীয় দলের ২৩ জন, ‘এ’ দলের ২৫, যুব দলের ১, নারী দলের ৭ এবং রাজ্য দলের ১৪ জন ক্রিকেটার আছেন।