চ্যাম্পিয়নস লিগে থাকার যোগ্য নয় বার্সা : জাভি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১৫:০৬

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতরাতে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে স্বাগতিক বার্সেলোনা। ঘরের মাঠে এই ড্রয়ের ফলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে কাতালানরা। কারণ ‘সি’ গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান বার্সার। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ, ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। এই পরিস্থিতিতে হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ।


ম্যাচ শেষে জাভি বলেন, ‘প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অনেকগুলো সুযোগ মিস করেছি। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে থাকার (পরের রাউন্ডে খেলার) যোগ্য নই আমরা। পরিস্থিতি খুবই খারাপ। আমরা ঘরের মাঠে ইন্টার মিলানকে হারাতে পারিনি। আমাদের সামনে সামান্য সুযোগ আছে। তবে আমরা এই টুর্নামেন্টে থাকার যোগ্য নই। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও