মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তে বৃষ্টির প্রবণতা

কালের কণ্ঠ আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১০:২১

লঘুচাপ না থাকলেও সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী, বিশেষ করে উত্তরাঞ্চলে বেশ বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর বিদায় ক্ষণে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় বাতাসের গতি-প্রকৃতির পরিবর্তনের কারণে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেড়ে যায়। পশ্চিমের বাতাসে ঠাণ্ডা আর্দ্রতা এবং পুবের বাতাসে গরম আর্দ্রতা মিশে বৃষ্টিপাতের সৃষ্টি হয়। সেই বৃষ্টিপাতের মধ্য দিয়েই মৌসুমি বায়ু বিদায় নেয়।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও ২৩ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও