ত্বক উজ্জ্বল করবে ঘরে তৈরি ৭ ফেস প্যাক
বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনীর বদলে প্রাকৃতিক উপাদান বেছে নিন ত্বকের যত্নে। এগুলোর কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ব্যবহারের আগে নির্দিষ্ট কোনও উপাদানে অ্যালার্জি আছে কিনা সেটা যাচাই করে নেবেন। জেনে নিন ত্বক ঝটপট উজ্জ্বল করবে এমন কিছু ফেস প্যাক কীভাবে বানাবেন।
১ চা চামচ তরল দুধ, ১ চা চামচ মধু ও ১ চা চামচ অ্যালোভেরা একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
১ মুঠো তুলসী পাতা বেটে নিন। সঙ্গে মেশান ১ চা চামচ মধু ও ১ চা চামচ কমলার খোসা গুঁড়া। ফেস প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
৩ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ ওট মিশিয়ে ত্বকে ঘষুন। দুই থেকে তিন মিনিট ঘষে অপেক্ষা করুন ১৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
অর্ধেকটি শসা ব্লেন্ড করে ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
মসুরের ডাল বেটে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে পুরু করে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
বেসনের সঙ্গে ১ চিমটি হলুদের গুঁড়া ও পরিমাণ মতো পানি মিশিয়ে বানিয়ে নিন প্যাক। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
- ট্যাগ:
- লাইফ
- ফেসপ্যাক
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি