ইউক্রেন-রাশিয়া সংঘাত কতটা পোড়াচ্ছে বাকি বিশ্বকে?

www.tbsnews.net রবিউল ইসলাম প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১৮:০৯

'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়'- বাংলা প্রবাদটি বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক।


ইউক্রেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যেই সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া, তার ফল শুধু ইউরোপ নয়, ভোগ করছে পুরো বিশ্ব। ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাবিশ্ব পাল্টা পদক্ষেপ হিসেবে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে রাশিয়ার বিরুদ্ধে। সেইসঙ্গে, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রচুর সামরিক সহায়তাও দিয়ে যাচ্ছে।


অন্যদিকে, পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। বর্তমান বিশ্ব ব্যবস্থায় যুদ্ধ বা সংঘাত অথবা অবরোধের প্রভাব শুধু দুই দেশ, পক্ষ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এসব দ্বন্দ্ব-সংঘাতে প্রভাবিত হয় সমগ্র বিশ্বের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও