You have reached your daily news limit

Please log in to continue


৪০০ কোটি আয়ের রেকর্ড গড়ল ‘পোন্নিয়ান সেলভান’

মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান : ১’ বক্স-অফিসে তান্ডব চালাচ্ছে। ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বিগ বাজেটের মহাকাব্যিক সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করেছে এবং বাণিজ্য সূত্র অনুসারে সিনেমাটি সহজেই আরও প্রায় ১২০ কোটি আয় করতে পারবে। ৫০০ কোটির মাইলফলকে পৌছে যাবে এটি। সিনেমাটি তামিল, হিন্দি, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় সারা বিশ্বে মুক্তি পেয়েছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা মঙ্গলবার (১১ অক্টোবর) টুইটারে ঘোষণা করেছেন যে, পোন্নিয়ান সেলভান বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেমাটি এখন রজনীকান্তের ২.০-কে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। ’

এদিকে নির্ভরযোগ্য বাণিজ্য সূত্র বলছে যে, পোন্নিয়ান সেলভান দীপাবলি পর্যন্ত সফলভাবে ব্যবসা চলা চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আরও ১২০ কোটি রুপি আয় করতে পারে। তামিলনাড়ুতে সিনেমাটি ১৫০ কোটির বেশি আয় করেছে। কমল হাসানের ‘বিক্রম’-এর পরে এটি এখন রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। ‘বিক্রম’ প্রায় ১৯০ কোটি রুপি আয় করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন