ফেসবুক-ইউটিউবে জনপ্রিয় হয়ে ওঠেছে শুভসংঘের তানজিনা তাবাচ্ছুম

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১৫:০৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে জনপ্রিয় বাচিক শিল্পী তানজিনা তাবাচ্ছুম। স্কুলজীবন থেকেই আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতায় অংশ নিতেন তিনি। এক্ষেত্রে ছিল বাবা-মার উৎসাহ। কবিতার জগতে আসার তেমন ইচ্ছে ছিল না তাঁর।


কিন্তু ২০২০ সালে যখন দেশজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়ে তখন বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। লম্বা ছুটি পেয়ে বাড়িতে চলে আসেন, কাটতে থাকে তাঁর অলস সময়। হঠাৎ একদিন প্রথমবারের মতো কবিতা আবৃত্তি করে তা ফেসবুকে আপলোড করেন এবং পরিবার, বন্ধুমহল থেকে ভালো সাড়া পান। উৎসাহিত হয়ে ইউটিউবে এবং ফেসবুকে একটি পেজ খুলে তিনি নিজের তৈরি করা আগের আবৃত্তির বেশকিছু ভিডিও আপলোড করেন। এখানেও পূর্বের চেয়ে বেশি সাড়া পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি৷ জনপ্রিয় বাচিক শিল্পী তানজিনা তাবাচ্ছুমের বাচিক শিল্প নিয়ে কাজ শুরুর গল্পটা ঠিক এরকম।


তানজিনা তাবাচ্ছুম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষা বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী। এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পাস করেন। শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের একটি শো’তেও তিনি অংশ নিয়েছিলেন।  


তানিজনা তাবাচ্ছুমের অফিসিয়াল ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, তাঁর ফলোয়ারের সংখ্যা এখন পাঁচ লাখের উপর। রয়েছে তাঁর একটি ফেসবুক ফ্যান গ্রুপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও