![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-10%2F6e8eb671-af43-4bd3-8066-6c8907270b35%2Fcumilla_education_meseum_041022_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
ছিল স্কুলের পরিত্যক্ত ঘর, এখন ‘শিক্ষা জাদুঘর’
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামধনপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী ‘শিক্ষা জাদুঘর’। বিদ্যালয়ের অর্ধশত বছর পুরোনো পরিত্যক্ত মাটির ঘরকে সংস্কার করে নান্দনিক আল্পনায় রাঙিয়ে বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি।
রামধনপুর গ্রামটি উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ কয়েক মাস আগে বিদ্যালয়টি পরিদর্শনে গেলে সেই স্কুলে থাকা পরিত্যক্ত মাটির ঘরটি তার নজর কাড়ে।
পুরনো শিক্ষা ব্যবস্থার নিদর্শন হিসেবে সেটি রক্ষা করার চিন্তা করেন তিনি। তার উদ্যোগ আর ব্যতিক্রমী চিন্তায় মাটির স্কুল ঘরটিতে নির্মাণ করা হয়েছে `শিক্ষা জাদুঘর’।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জাদুঘর
- পরিত্যক্ত ভবন