এর চেয়ে ভালো প্রস্তুতি হতে পারতো না: সিডন্স

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ২০:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুক্রবার ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক নিউজিল্যান্ড ও আরেক দল পাকিস্তানকে নিয়ে হতে যাওয়া এ সিরিজে অন্তত চারটি ম্যাচ খেলবে টাইগাররা। ফাইনালে উঠতে পারলে বাড়বে আরও একটি ম্যাচ। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের মতে, বিশ্বকাপে নামার আগে প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারতো না।


তার বিশ্বাস, এ ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারবে টাইগাররা এবং বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত ঘোষণা করতে পারবে। গত মাসের শেষ দিকে আরব আমিরাত সফরে গিয়ে দুই ম্যাচের সিরিজ জিতে আসায় হারিয়ে ফেরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখেই ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে ভালো করার আশা টাইগারদের। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের জন্য প্রথম অনুশীলন করেছে তারা। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে ব্যাটিং কোচ সিডন্স বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা এর চেয়ে ভালো প্রস্তুতি চাইতে পারতাম না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও