কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বুমরাহর ঘাটতি মেটানোর মতো কেউ নেই’

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ১২:১১

একরকম নিশ্চিতই ছিল, সেটা কেবল আনুষ্ঠানিক রূপ পেয়েছে সোমবার। পীঠের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতের সেরা পেসার জাসপ্রিট বুমরাহ। বড় মঞ্চে এই পেসারের না থাকায় বিশাল ক্ষতি দেখছেন দলটির সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। তার মতে বুমরাহর ঘাটতি মেটানোর মতো নেই কেউই।


লম্বা সময় ধরে পীঠের চোটে ভুগছিলেন বুমরাহ। এশিয়া কাপেও এজন্য খেলা হয়নি তার। আশা ছিল বিশ্বকাপে খেলবেন। কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নেমেই পড়েন অস্বস্তিতে। ছিটকে যান আবারও।


বুমরাহর ছিটকে যাওয়ার পর ভারতীয় একটি গণমাধ্যমে কলাম লিখে গাভাস্কার প্রকাশ করেন তার হাহাকারের কথা, 'জাসপ্রিট বুমরাহর অনুপস্থিতি বিশ্বকাপে ভারতীয় দলকে প্রচণ্ডভাবে আঘাত করবে। সবার প্রতি সম্মান রেখেই বলছি ভারতীয় দলে এমন কেউ নেই যিনি বুমরাহর ঘাটতি মেটাতে পারেন।' 


ইনিংসের শুরুতে এবং স্লগ ওভারে বিশ্বের অন্যতম সেরা পেসার বুমরাহ। তিনি দলে থাকলে বাকিরাও তেতে উঠেন। এই ক্ষতিটাকেই গাভাস্কারের তাই প্রকাণ্ড মনে হচ্ছে,  'আমরা দেখেছি ফেরার পর দুই ম্যাচে তার উপস্থিতি একটা ভাইব তৈরি করছিল। কিন্তু তার ছিটকে পড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জন্য বিশাল ক্ষতি। তিরুবানপুরমে দীপক চাহার ও আর্শদিপ সিং যেভাবে কন্ডিশন কাজে লাগিয়েছে তাতে করে তারা কিছুটা ঘাটতি হয়ত মেটাবে।'


বিজ্ঞাপন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও