কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রিমিয়ার লিগ শুরু ৯ ডিসেম্বর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১৯:৪০

নতুন মৌসুমের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি। আগামী ডিসেম্বরে শুরু হবে ২০২২-২৩ মৌসুমের পেশাদার লিগ। 


তবে, আলোচিত কোটি টাকার সুপার কাপ আয়োজনের বিষয়টি ঝুলে আছে এখনও। স্পন্সর পেলে তা মাঠে গড়াতে পারে আগামী বছরের এপ্রিলে। 


বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে শনিবার পেশাদার লিগ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও পেশাদার লিগ আয়োজনের বিষয়ে। 


এবার মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফরম্যাটে আসছে পরিবর্তন। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বিসিএলে খেলা ১১ দল ও ৩ সার্ভিসেস দল মিলিয়ে মোট ১৪ দল নিয়ে আগামী ৩ থেকে ৭ নভেম্বর হবে বাছাই। বাছাই থেকে আসা পাঁচ এবং পেশাদার লিগের ১১ দলসহ মোট ১৬ দল নিয়ে হবে মূল পর্ব। 

১৩ নভেম্বর থেকে মূল পর্ব শুরুর কথা জানিয়েছে কমিটি। 


লিগের দলবদল শুরু হবে আগামী ৮ অক্টোবর; শেষ হবে ৭ নভেম্বর। গতবার চার বিদেশি নিবন্ধনের সুযোগ ছিল, এবার পাঁচ বিদেশি নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। তবে গতবারের মতো এবারও ম্যাচে খেলতে পারবেন চার বিদেশি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও