ঘরেই বানান গোলাপের ফেসপ্যাক

প্রথম আলো প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১৬:২৩

শুরু হয়েছে পূজার ঘোরাঘুরি। এই কদিন শপিং করার পর যাঁরা চেহারার দিকে মনোযোগ দিতে পারেননি, তাঁদের জন্য আছে ঝটপট ব্যবস্থা। কম সময়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে ঘরোয়া সমাধানই যথেষ্ট। গোলাপের পাপড়ির সঙ্গে বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন কার্যকর ফেসপ্যাক। আর সেটা ব্যবহার করলে ত্বক থাকবে ঝকঝকে। এসব উপকরণের কোনোটায় আছে ফ্যাটি অ্যাসিড, যা ত্বক আর্দ্র করে; কোনোটায় আছে ভিটামিন ই। সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেবে এই ফেসপ্যাক।


ওটমিল রোজ ফেসপ্যাক


উপকরণ: রোলড ওটস আধা কাপ, শুকনো গোলাপের পাপড়ি সিকি কাপ ও গোলাপজল ৩ টেবিল চামচ।

যেভাবে বানাবেন: ওটসের সঙ্গে গোলাপের পাপড়ি মিশিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। গ্রাইন্ডারের স্পিড বাড়িয়ে গুঁড়োটা এমনভাবে করবেন যেন ভালোমতো মিশে যায়। এবার এই মিশ্রণ থেকে প্রয়োজনমতো গুঁড়ো নিয়ে তাতে মেশান গোলাপজল। গোলাপজল কমবেশি করার সুযোগ আছে। খানিকটা আঠালো ভাব আনতে যেটুকু দরকার ততটুকু নিন। তৈরি হয়ে গেল ওটমিল রোজ ফেসপ্যাক।


নারকেল দুধের গোলাপের ফেসপ্যাক


উপকরণ: বড় তাজা গোলাপ ১টি, নারকেল দুধ ৪ টেবিল চামচ ও অলিভ অয়েল ২ টেবিল চামচ।

যেভাবে বানাবেন: গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে ব্লেন্ডারে দিয়ে তার মধ্যে নারকেল দুধ ও তেল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও