কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচন নিয়ে পূর্বাভাস

প্রথম আলো মহিউদ্দিন আহমদ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১৬:১৯

অতীতের ঘটনাগুলোর ধারা বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য পূর্বাভাস দেওয়া হয়। হরহামেশাই আমরা এটা করে থাকি। তবে পূর্বাভাস দেওয়ার ব্যাপারে সন্দেহ বা অনিশ্চয়তা থাকলে নিই কৌশলের আশ্রয়ও। তাতে শ্যাম-কুল দুই-ই বজায় থাকে। আমাদের দেশে আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে এটা অহরহ দেখা যায়। যেমন আগামীকাল বৃষ্টির সম্ভাবনা শতকরা ৫০ ভাগ। বৃষ্টি হলে পূর্বাভাস সঠিক, না হলেও সঠিক।


ইংরেজিতে একটা কথা আছে—মর্নিং শোজ দ্য ডে। এই বাক্যের নানা মাজেজা। আবহাওয়া ছাড়াও মানুষের খাসলতের ব্যাপারেও এটি বলা যেতে পারে। তবে সব ক্ষেত্রে এটা খাটে না। সকালে রোদ্দুর দেখে ছাতা ছাড়া বের হয়ে বিকেলে কাকভেজা হয়ে বাড়ি ফেরার অভিজ্ঞতা আমাদের কমবেশি আছে। আবার কৈশোরে বখে যাওয়া কাউকে হয়তো অনেক বছর পরে বড় বিজ্ঞানী হিসেবে দেখা যায়।


তবে বাংলাদেশের রাজনীতি নিয়ে পূর্বাভাস দেওয়া বড় বিপজ্জনক। একটা সময় ছিল, সহজেই বলে দেওয়া যেত কী হবে। এখন আর বলা যাচ্ছে না। মানুষের মন বোঝা বড় কঠিন। নিকট অতীতে এমনটি দেখা গেছে অনেকবার। উদাহরণস্বরূপ ১৯৯১ সালের সংসদ নির্বাচনের কথা বলা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও