অর্থাভাবে পড়ালেখা বন্ধ হতে বসেছিল ‘থ্রি ইডিয়টস’ খ্যাত মিলিমিটারের
‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই ‘মিলিমিটার’কে মনে আছে? র্যাঞ্চো, রাজু ও ফারহান ইঞ্জিনিয়ারিং কলেজে পা দিতেই ছাত্রদের ফরমাস খাটা যে কিশোর তাদের হোস্টেলের আদব-কায়দার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই কিশোর এখন ২৭ বছরের প্রাপ্তবয়স্ক। মিলিমিটারের চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন রাহুল শর্মা। যদিও তিনি বেশি পরিচিত রাহুল কুমার নামে। থ্রি ইডিয়টস সিনেমায় ওই সিনেমায় তার অভিনয় দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, একের পর এক সিনেমা-ধারাবাহিকে কাজ পেতে শুরু করেন তিনি।
জানা গেছে, রাহুলের পরিবারে খুব বেশি আর্থিক স্বচ্ছলতা ছিল না। তাই দশম শ্রেণিতে পড়ার সময় তিনি পড়ালেখা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক করেন, টাকা উপার্জন করার জন্য শুধু অভিনয়েই মনোনিবেশ করবেন। এ খবর থ্রি ইডিয়টসের প্রযোজক বিধু বিনোদ চোপড়ার কানে গেলে তিনি রাহুলকে পড়ালেখার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝান। এমনকি রাহুলের পড়াশোনার খরচের ভারও নেন। এরপর পড়ালেখার প্রতি আলাদা আকর্ষণ তৈরি হয় রাহুলের। এমনকি একটা সময়ে পড়ালেখার জন্য একাধিক ধারাবাহিকের প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। রাহুল ১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের নৈনিতালে জন্মগ্রহণ করেন।