বাড়িতেই ওয়াক্সিং করার পদ্ধতি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৪

আধুনিক রূপটানের অবিচ্ছেদ্য অংশ ওয়াক্সিং। অনেকেই পার্লারে গিয়ে ওয়াক্সিং না করে বাড়িতেই ওয়াক্সিং করে নেয়ার পক্ষে। অনেক সময় ওয়াক্স করার পরই র‌্যাশ দেখা দেয় ত্বকে, জ্বালাও করে।


তাই বাড়িতে ওয়াক্স করতে ভয়ও পান কেউ কেউ। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ছোট ছোট কয়েকটি বিষয়ে নজর দিলেই আর দুশ্চিন্তা থাকবে না।


>> ওয়াক্স করার আগে ‘এক্সফোলিয়েট’ করে নিন ত্বক। যে জায়গায় ওয়াক্স করবেন, হালকা গরম পানি দিয়ে শুরুতে সেই স্থান পরিষ্কার করে, শুকনা তোয়ালে দিয়ে মুছে নিন। এতে অবাঞ্ছিত রোম এবং মৃত কোষ, ময়লা দূর হবে। এরপর ওয়াক্সিং করলে ব্যথা কম লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও