সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে ছুরিসহ আটক ৫
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করেছিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সেখানে অংশ নিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সম্পাদকসহ আইনজীবীরা। তবে সেখান থেকে ছুরিসহ ৫ জনকে আটক করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ কে এম আমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সবাই বের হয়ে যাওয়ার সময় এক যুবকের ব্যাগে বড় বড় দুটি ছুরি ও সাদা কাপড় দেখা যায়। এরপর তাকেসহ সঙ্গে থাকা আরও তিন যুবক ও এক নারীকে আটক করে আইনজীবীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- প্রধানমন্ত্রীর জন্মদিন