চাঁদাবাজির অভিযোগের পর রমেকের ১৬ কর্মচারীকে বদলি

www.ajkerpatrika.com রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন কর্মচারীকে বদলি করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়।



বদলির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) পরিচালক ডা. শরীফুল হাসান।



বদলি হওয়া এই কর্মচারীরা হলেন—সিরাজুল ইসলাম, বিউটি আক্তার, দুলাল বসুনিয়া, জানুরাম সরকার, নুরুজ্জামান, রইস উদ্দিন, রহমত আলী, হাসিনা বেগম, মহিত আল রশিদ উদয়, আল আমিন ইসলাম, হামিদুল ইসলাম, মোর্শেদ হাবিব, আবুল হাসান, শাহ জাদা মিয়া, আব্দুল আলিম, আবু জাফর। তাঁদের সবাইকে ঢাকাসহ দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে বদলি করা হয়েছে।



খোঁজ নিয়ে জানা যায়, বদলি হওয়া কর্মচারীদের বিরুদ্ধে রোগী ও স্বজনদের কাছ থেকে চাঁদা নেওয়াসহ নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে। ওই মেডিকেল কলেজের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট চিকিৎসক এবিএম রাশেদুল আমীরও ভোগান্তির শিকার হন। তাঁর মা হৃদ্‌রোগে আক্রান্ত হলে গত ১৭ সেপ্টেম্বর ওই মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করতে যান তাঁর স্বজনেরা। এ সময়ে স্বজনদের কাছ থেকে বকশিশের নামে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও