ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন আপেলের ফেস প্যাক

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯

ফাইবার ও নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর আপেল যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি রূপচর্চাতেও এর রয়েছে কার্যকর ভূমিকা। ত্বক উজ্জ্বল ও পরিষ্কার রাখতে আপেলের ফেস প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতেও জুড়ি নেই আপেলের। জেনে নিন কীভাবে বানাবেন ফেস প্যাক।


১। আপেল কেটে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে মেশান দই। মিশ্রণটি লাগান ত্বকে। শুকিয়ে গেলে আলতো হাতে ঘষে ধুয়ে নিন।


২। আপেল ও গ্লিসারিন দিয়ে বানাতে পারেন ফেস প্যাক। আপেলের পেস্টের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।


৩। আপেল ও লেবুর ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন উজ্জ্বল ত্বকের জন্য। ত্বকের দাগ দূর করতেও সাহায্য করবে এই প্যাক।


৪। আপেল ব্লেন্ড করে মধু মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।


৫। ত্বকের মরা চামড়া দূর করতে আপেল বেটে ওটস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে একটু ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।


৬। আপেল ব্লেন্ড করে রস বের ক

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও