আমিরাতকে ছোট করে দেখার সুযোগ নেই: অধিনায়ক সোহান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:২২

অনেকটা নীরবে নিভৃতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।


সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সোহান স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিপক্ষ যে বা যারাই হোক না কেন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই ছোট নয়। বিশেষ করে টি-টোয়েন্টিতে দুই দলের পার্থক্য যে আরও কমে যায় সেটিও মনে করিয়ে দিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক।


আরব আমিরাতের বিপক্ষে একটিই কুড়ি ওভারের ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৬ সালের সেই ম্যাচে বাংলাদেশের জয় ৫১ রানের ব্যবধানে। তবে সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে রয়েছে আমিরাত। বিশেষ করে টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ছয় ম্যাচের পাঁচটিই জিতেছে তারা।


তাই সতর্ক থাকার কথা জানিয়ে সোহান বলেছেন, ‘কোন দল দুর্বল বা ছোট বলতে চাই না আমি। তারা যেহেতু আন্তর্জাতিক খেলছে অবশ্যই তারা সামর্থ্যবান। বিশেষ করে টি-টোয়েন্টিতে যারা যেদিন ভালো খেলছে, ভালো রেজাল্ট আসে তাদের পক্ষেই। আমাদের ভালো খেলা ছাড়া অন্য কোনো পথ নেই। আমরা প্রক্রিয়াটা ঠিক রেখে ভালো খেলার চেষ্টা করবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও