You have reached your daily news limit

Please log in to continue


পশ্চিমবঙ্গে প্রেসক্রিপশন ছাড়া প্যারাসিটামল বিক্রিতে নিষেধাজ্ঞা

প্রেসক্রিপশন ছাড়া প্যারাসিটামল বিক্রি করা যাবে না। ভারতের পশ্চিমবঙ্গে ডেঙ্গু সংক্রমণ যখন বাড়ছে, তখন পুরনো সেই নির্দেশিকা মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে নবান্ন।   একই সঙ্গে আরেক বার মনে করিয়ে দেওয়া হলো, প্রেসক্রিপশন ছাড়া ব্যথানাশক ট্যাবলেটও বিক্রি করতে পারবে না ওষুধের দোকানগুলো। ডেঙ্গুপ্রবণ এলাকাগুলোর ওপরও নজর দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

গতকাল শুক্রবার ডেঙ্গু মোকাবিলায় দুটি ভার্চুয়াল বৈঠক হয় নবান্নে। একটি বৈঠকে জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। অন্য বৈঠকটি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।   নবান্ন সূত্রে খবর, বৈঠকে উত্তর ২৪ পরগনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, রাজ্যে ওই জেলায় সংক্রমণের অবস্থা সব থেকে খারাপ।   পরিস্থিতির বিচারে তার পরেই রয়েছে কলকাতা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন